৫ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
মোঃ আলমগীর হোসেন, তিতাস :
মুজিব শতবর্ষ উপলক্ষে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশের সর্বত্র জেলা উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে কুমিল্লা তিতাসে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে । তিতাস উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
০৪/০৭/০২০ তারিখে কুমিল্লা উত্তর তিতাস উপজেলার ৩নং বলরামপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপনের পাশাপাশি কৃষকদের মাঝে বিভিন্ন সবজির বীজ ও মাস্ক বিতরণ করা হয়।
এই কর্মসূচি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন কুমিল্লা -২ হোমনা ও তিতাসে গণ মানুষের নেত্রী জনাবা সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। এসময় তিতাস উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ৩ং বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর নবীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ও মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া, বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের সাবেক সহ সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম শিকদার জয়, যুগ্ম আহবায়ক ও হোমনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, জেলা পরিষদ সদস্য নাসির উদ্দীন শিশির, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরদার প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ডাঃ এম এ সাত্তার, ওমর ফারুক, সেচ্ছাবেক লীগের নেতা আরিফুর রহনান, যুবলীগ নেতা মোফাজ্জল হোসেন, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সহ বিভিন্ন নেতাকর্মী।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।