৫ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মহসিন ভূইয়া, মেঘনা :
আজ রবিবার সরকারি মানিকারচর বঙ্গবন্ধু কলেজ মাঠে মানব বন্ধন করেন আশা-প্রাথমিক শিক্ষা শক্তিশালী করন এর সুপারভাইজ ও শিক্ষা সেবিকা গন।
কুমিল্লার মেঘনা আশা ব্রাঞ্চ এর আশা-প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরন সকল কম সুচি করোনার কারণে স্থগিত করা হয়েছে। এই স্থগিত এর কারণে সকল শিক্ষা সেবিকা ও সুপারভাইজ গন বেকার হয়ে পরেছেন। মানব বন্ধন এর সময় বিন্দু বাংলা টিভি কে বলেন আমাদের চুক্তি বিক্তিক নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু এভাবে আমাদের কে চাকরী চুত বা স্থগিত করতে পারে না। পরে তারা উপজেলা চেয়ারম্যান ও ইউএনও এবং মেঘনা আশা ব্রাঞ্চ এর ম্যানেজার কে বিষয়টি অবগত করেছেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।