January 15, 2025, 11:49 pm

গজারিয়ায় করোনাজয়ী পুলিশদের ফুল দিয়ে বরণ

৫ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
গজারিয়া প্রতিনিধিঃ করোনাভাইরাস এর কারণে মহামারী প্রতিরোধে প্রথম সারির যোদ্ধা পুলিশ সদস্যরা। লকডাউন কার্যকর করতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের তেমনই কর্মহীন সল্প আয়ের মানুষদের পাশে দাঁড়িয়ে হয়ে উঠেছে মানবিক পুলিশ। এই মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছে অনেক পুলিশ সদস্য। গজারিয়ায় থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) সহ১৬ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। ১৬ সদস্যদের মধ্যে ১৪ জন করোনা জয় করে আজ কর্মস্থলে ফিরেছেন।
আজ সকালে গজারিয়া থাকা প্রাঙ্গণে করোনা যুদ্ধে বিজয়ী হয়ে কর্মস্থলে যোগদান করা ১৪ জন অফিসার ফোর্সকে থানা-পুলিশ ফুল দিয়ে বরণ করে নেয়। করোনা যুদ্ধে বিজয়ী হয়ে অদ্য হইতে পূর্ণ উদ্যমে তারা থানার কাজে নিয়োজিত হলেন। করোনার সাথে যুদ্ধ করে বিজয়ী পুলিশ সদস্যদের পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা