দেবিদ্বারে ঘরে আগুন লেগে দুটি গরু সহ মালামাল পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষতি, আহত ১

১০ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, হাবিবুর রহমান খোকন, দেবিদ্বার : কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন লেগে দুটি গরু সহ ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে অন্যদিকে আগুন নিভাতে গিয়ে আলমগীর নামে এক ব্যক্তির গায়ে আগুন লেগে গুরুতর আহত হয়। আজ শুক্রবার উপজেলার লক্ষিপুর গ্রামের হাজী মোঃ মজির ছেলে মো : আলমগীরের ঘরে দুপুরে দিকে আগুন লাগে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘরের মালামাল, দুটি গরু পুড়ে ছাই হয়ে যায় এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়। আহত মো: আলমগীর হোসেনকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে আইসিউতে ভর্তি করানো হয়।


Comments

মন্তব্য করুন