১২ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান, গজারিয়া :
গত শুক্রবার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ঢাকা চট্টগ্রাম মহা সড়কের ভবেরচর অংশে এক ট্রাক ড্রাইভারকে ছিনতাই কালে জনতার হাতে ধরা পরে উপজেলার পুরান বাউশিয়া গ্রামের লিয়াকত হোসেনের ছেলে রিপন।
ট্রাকের মালিক গজারিয়া থানা অভিযোগ করে এবং ছিনতাই চক্রের সদস্য রিপনকে থানায় সোপর্দ্য করে।
থানা হেফাজতে ছিনতাই চক্রের সদস্য রিপনের দেয়া তত্থ শনিবার আরও ৬ সদস্য কে আটক করে গজারিয়া থানার বিচক্ষণ পুলিশ সদস্যরা।
ছিনতাই চক্রের আটক সদস্যরা
১,নিখেল মিয়া(২১)২, আনিছ (২০)৩,রাকিবুল হাসান(২২)৪,সুমন মিয়া (২১)৫,নওসাদ ২০) এবং ৬,শামিম (২০) এরা সকলেই পুরান বাউশিয়া গ্রামের।
গজারিয়া থানা তদন্ত কর্মকর্তা মামুন জানান গ্রেফতার হওয়া সকল আসামির বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করা প্রক্রিয়াদীন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।