১৪ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ বিভাগের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনের আর্থিক সহযোগিতায় গজারিয়া থানা পুলিশ প্রশাসন, গ্রামপুলিশ ও এলাকাবাসীর মাঝে বিনামূল্যে মাস্ক ও ঔষধ বিতরণ করেছেন গজারিয়া উপজেলা জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
মঙ্গলবার দুপুরে গজারিয়া থানা প্রাঙ্গনে জাতীয় পার্টি নেতা আলহাজ্ব আব্দুল বাতেন হাজীর নেতৃত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামের উপস্থিতিতে প্রথমে থানা পুলিশ পর্যায়ক্রমে গ্রামপুলিশ ও স্থায়ী এলাকাবাসীর মাঝে বিনামূল্যে মাস্ক ও ঔষধ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি সভাপতি মোঃ হান্নান খান, সাধারণ সম্পাদক মোঃ শামীম ফরাজি , বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টি শীর্ষ নেতাকর্মীরা
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।