January 16, 2025, 12:55 am

পাট ব্যবসায়ীদের বকেয়া পরিশোধের দাবীতে মানববন্ধন

১৪ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
শহিদুলইসলাম কাজল, জামালপুর প্রতিনিধি :জামালপুরে ৩০ কোটি টাকা বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্বারক লিপি প্রদান করেছেন জেলার পাট ব্যবসায়ীরা। বুধবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই কর্মসুচী পালন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক রঞ্জন কুমার সিংহ, সরিষাবাড়ি উপজেলার পাট ব্যবসায়ী আব্দুর রউফ, দেওয়ানগঞ্জের জিয়াউর রহমান জিয়া, ইসলামপুরের আনোয়ার হোসেন প্রমুখ।
মানব বন্ধনে বক্তারা বলেন, তাদের দাবি বিজেএমসির কাছে পাটের ৩০ কোটি টাকা বকেয়া থাকলেও গত চার বছরেও তা পরিশোধ করা হচ্ছে না। এতে করে একদিকে পাট ব্যবসায়ীরা মানবেতর জীবনযাপন করছে অন্যদিকে চলতি পাট মৌসুমে চাষীদের কাছ থেকে পাট ক্রয় করতে পারছেন না। এছাড়াও ব্যাংকের কাছে বাড়ি, ব্যবসা সবকিছু বিক্রি করেও ব্যাংকের দেনা থেকে রক্ষা পাচ্ছে না। অবিলম্বে বকেয়া পরিশোধ করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবার ঘোষণা দিয়েছেন এ জেলার পাট ব্যবসায়ীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে পাট ব্যবসায়ী সমিতি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা