১৬ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মহসীন ভুইয়া:কুমিল্লার মেঘনা উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়। বুধবার এ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার,। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবু সালেহ মো ইয়াকুব মিয়া, মেঘনা উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা প্রমুখ । এ সময় শ্রেষ্ঠ কর্মচারী দের নাম উল্লেখ করা হয়। মেঘনায় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক এরশাদ কামাল FPI.দ্বীন মোহাম্মদ SACMO,নাছিমা আক্তার FWV,নাছিমা আক্তার FWA,এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ, গোবিন্দপুর ইউনিয়ন ও শ্রেষ্ঠ UH&FWC লোটেরচর ইউনিয়ন এদের কে পুরুস্কার বিতরন করেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।