মেঘনা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ঢাকা থেকে নিখোঁজ

১৬ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার : কুমিল্লার মেঘনা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চার দিন যাবত ঢাকার বাসা থেকে নিখোঁজের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় গত ১৫ জুলাই তার স্ত্রী সেফালী একটি সাধারণ ডায়েরি করেন।ডায়েরি নং ১১ ০৪ / ১৫ জুলাই ২০২০। সে মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের শিবনগর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে। জিডি সূত্রে জানা যায় মীর হাজীর বাগ ( খাল পাড়) বাসা থেকে গত ১৩ জুলাই রাত ১০ টার দিকে বের হয়ে আর ফিরে আসেনি। শফিকুল ইসলামের মাথার চুল কালো, ফুল হাতার শার্ট, কাপরের প্যান্ট পরনে ছিল। মুখ মন্ডল লম্বা, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। কোন হৃদয় বান ব্যক্তি সন্ধান পেলে উপরোক্ত থানা বা তার স্ত্রী সেফালীর মোবাইল নাম্বার এ যোগাযোগ করার অনুরোধ করেন। মোবাইল নাম্বার : ০১৯১৮ ৬ ৮৮ ৫৭৫।


Comments

মন্তব্য করুন