১৬ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলায় বাউশিয়া ইউনিয়ন পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যমান সংলগ্ন বন্যা আশ্রয় কেন্দ্র মুল ভবনের মাটি সংলগ্ন পাকা ভাঙ্গা সহ ফাটল ধরেছে । অচিরেই মেরামত করে গাইড ওয়াল নির্মাণ না করলে মুল ভবনের নিচ ফ্লোর ফাটল সহ ভবন ভাঙ্গার আশংকা রয়েছে। এমন অভিযোগ স্কুল প্রধানের ।
স্কুল প্রধান শিক্ষক মোঃ হানিফ মিয়া জানান গত ১৫ – ১৬ অর্থ বছরের জুন মাসে বন্যা আশ্রয় কেন্দ্র টি নির্মাণ হয়েছে। মুল ভবনের মাটি সংলগ্ন পাকা ভাঙ্গা সহ ফাটল ধরেছে। জুকীর মূখে ভবনটি রক্ষা করতে দ্রুত গাইড ওয়াল নির্মাণের দাবি করছেন যথাযথ কর্তৃপক্ষের নিকটে ।
অপর দিকে অতি বৃষ্টির কারণে স্কুল মাঠের বৃহত্তর অংশের মাটি ভেঙ্গে পাশের নিচু জমিতে জমাট হয়েছে। ফলে স্কুল শিক্ষার্থীদের স্কুল মাঠে খেলাধুলা করার সুযোগ নেই ।
ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম জানান বিষয়টি অবগত নেই। সরজমিনে দেখে মেরামত ও গাইড ওয়াল নির্মাণের প্রক্রিয়া করে বাজেট অনুমোদন হলে কাজ করতে হবে ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।