২৮ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মহসিন ভূইয়া : কুমিল্লার মেঘনা উপজেলায় আজ ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। আক্রান্তরা হলেন উপজেলার ভাওরখোলা ইউনিয়নের শিবনগর মাদ্রাসার পরিচালক মাহমুদুল বাসার, গোবিন্দপুর ইউনিয়নের সোনার চর গ্রামের মোসাঃ লুৎফুন্নেছা, লুটের চর ইউনিয়নের মোহাম্মদ পুর গ্রামের মো:সাহাব উদ্দিন। সূত্র আরও জানায় এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয় ৩৬৪ জন রিপোর্ট পায় ৩৬০ জনের এর মধ্যে আক্রান্ত ৬০ জন সুস্থ হয় ৪৪ জন মৃত ১ জন। ৪ জনের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জালাল হোসেন বিন্দুবাংলা টিভি কে বলেন আক্রান্ত রোগীরা হোম আইশোলেশনে রয়েছেন, আমরা নিয়মিত খোঁজ খবর নিয়ে চিকিৎসা প্রদান করছি।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।