December 22, 2024, 4:44 pm
সর্বশেষ:
কুমিল্লা মেঘনার বৈদ্ধনাথপুরে ঢাকা বনাম চট্রগ্রাম বিভাগ কুস্তি খেলা ৯ জানুয়ারি মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ!

সফল ব্যবসায়ী ও পিস এ্যাম্বাসেডর রাইয়ান চৌধুরীর ঈদ শুভেচ্ছা

২৯ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

এম,এইচ,আল-মামুনঃঃ

সফল ব্যবসায়ী ও পিস এ্যাম্বাসেডর রাইয়ান চৌধুরী বলেন,এবারের ঈদ ঘরের দখিন দুয়ারে এসে কড়া নাড়াতে ইতস্ততবোধ করছে! কারণ, আগের মতো মানুষের কেনাকাটার
বলেন, করোনা মোকাবেলায় শত বাধার মাঝেও পুরাতন বছরের সব ফাইলের কাজ শেষ করে নতুন উদ্যমে নতুন বছর শুরু করবো ইন শা আল্লাহ।

এবারের ঈদ ঘরের দখিন দুয়ারে এসে কড়া নাড়াতে ইতস্ততবোধ করছে! কারণ, আগের মতো মানুষের কেনাকাটার নেই প্রতিযোগিতা,প্রতিযোগিতা করে গরু কেনা নেই, নেই চোখে পড়ার মতো ঈদের প্রস্তুতি, নেই শহর থেকে গ্রামে ফিরা মানুষের কোলাহল।
নেই ট্রেন কিংবা বাসের ছাদে বাদুড় ঝোলা মানুষের ঢল।

এক কথায়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের চিরচেনা ঈদের প্রকৃতি, গতি এবং আমেজ। তাই এবারের ঈদ কেমন হবে বা কেমন লাগবে? ঈদ নিয়ে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে সবার মনে। ভারী হয়ে উঠছে সবার মন।

ঈদ এক নির্মল আনন্দের দিন। একটি উৎসব। যা বহু পুষ্পের সুগন্ধে একত্রে মিলিত হয়ে মৌমাছিদের মতো মানুষকেও শেখায় স্নেহ-প্রেম-প্রীতি-ভালোবাসা। এছাড়া ঈদ এমন একটি দিন, যার মাধ্যমে আপনি, আমি কিংবা আমরা সকলেই নিজেদের ঐক্য সংহতি মজবুত এবং সুদৃঢ় করতে পারি।

পরিবারের সঙ্গে ঈদের সময় কাটান এবং ভার্চুয়াল জগতে আপনার পৃথিবীর সবাইকে ঈদের মোবারকবাদ জানান। ঈদের বাজেটের টাকা থেকে আপনি কর্মহীন, অসহায় এবং বন্যায় দুর্গত ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক সহায়তা করার উদ্যোগ গ্রহণ করুন নিজ সামর্থ্য অনুযায়ী ।

আর হ্যা প্রকৃত স্মার্ট তো তারাই
যারা শত ব্যস্ততার মাঝেও
দিনে পাঁচবার আল্লাহর ভয়ে
সেজদা দেয় ।

দিন যতই যাচ্ছে,
ক্রমশ যেন ঈদের আনন্দ টা হ্রাস পাচ্ছে!!!!!
দায়িত্ব আর ব্যস্ততার পরিমাণ টা বৃদ্ধি পাচ্ছে।
যদিও সমানুপাতিক ভাবে নয়।
তুবও কেন জানি মনে হয়, শৈশবে স্বাধীনতা কম থাকলে ও আনন্দ টা ছিল সীমাহীন, অফুরন্ত।ক্ষুদ্র ক্ষুদ্র, শত শত হাজারো
ব্যস্ততার মাজে থেকেও
সবাই কে জানাচ্ছি অগ্রিম পবিত্র ঈদুল আযহা
প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক……
ধনি-গরিব, বড়-ছোট সকলের মাজে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা