৩১ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি., কম, এম এ কাশেম ভুইয়া,
নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় মোটরসাইকেল চালক ও আরোহীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক পথচারী শিশু। বুধবার রাত সোয়া ৮ টার দিকে জেলার হোমনা উপজেলার কাশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সাহাবুদ্দিন (৩৫) ও আবুল হোসের ছেলে রাজু আহমেদ (২৭)।
হোমনা থানার ওসি মো. আবুল কায়েস আকন্দ জানান, মোটরসাইকেল চালক ও আরোহী দুইজন মুরাদনগরের দিকে যাচ্ছিলেন। এসময় চলতি মোটরসাইকেলের সামনে রাস্তা পারাপারের এক পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থল নিহত হন তারা দুজন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।