৩ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন কদমতলী গ্রামে মাদক বিক্রিতে বাধা দেয়া কে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী রিংকু ও রবি গং দুই পক্ষের মাঝে সংঘর্ষে আহত হয়েছে একজন।
আহত ব্যক্তি একই গ্রামের রবি মিয়ার ছেলে জুনায়েত (১৮)।
মাদক ব্যবসায় বাধা প্রধানকারি রবি মিয়া বাদী হয়ে রিংকু ও মোকলেছ সহ ৪ জনের নামে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগকারি রবি মিয়া জানান মোকলেছ মিয়ার ছেলে রিংকু দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। অবৈধ মাদক বিক্রিতে বাধা দেয়ায় গত বৃহস্পিবার ৩ ০ জুলাই দুপুরে নিজ বাড়ি সংলগ্ন ভাতিজা বাবুল কে অকথ্য ভাষায় বকাবাজি করছে । এমন সময় আমার ছেলে জুনায়েত কে সামনে পেয়ে রিংকু, মোকলেছ সহ ৪ থেকে ৫ জন মারপিট করে আহত করেছে ।
গত শনিবার দুপুরে তদন্ত কালিন সময়ে অভিযুক্ত রিংকু ও মোকলেছ বাড়িতে অনুপস্থিত ছিল । অপর দুই আসামি ছাত্তার ও ফারুক জানান পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষর মাঝে কিল-ঘুষি ঘটনা ঘটেছে । মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষ হয় নাই।
তদন্ত কর্মকর্তা এস আই তানভীর শেখ জানান দুই পক্ষর মাঝে কিল-ঘুষি ঢেলা ধাক্কা হয়েছে। উভয় মিমাংসার জন্য ৭ দিন সময় চেয়েছে। সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।