৪ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা পরিচালিত ঈদুল আযহার পশু হাটে পশু ক্রেতাদের আকর্ষনে লাকি কুপনের ব্যবস্থা করা হয়েছিলো। পৌরসভার পশু হাট-বাজার ইজারাদারদের উদ্যোগে সোমবার দুপুর সাড়ে ১২ টায় পৌরসভা চত্বরে লটারি র্যাফেল ড্র করা হয়। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে র্যাফেল ড্র’র উদ্বোধন করেন পৌর মেয়র মো. মুরতুজা সরকার মানিক।
গরু কৃতাদের মধ্যে মোঃ সাহেদ ও ছাগল ক্রেতাদের মধ্যে ৬৪৯ নং টিকেট ধারীকে লটারির মাধ্যমে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। পরে পৌর মেয়য় মোঃ মুরতুজা সরকার মানিক বিজয়ীদের মাঝে গরু ক্রেতা ক্যাটাগরিতে ফ্রিজ এবং ছাগল ক্রেতা ক্যাটাগরিতে একটি ২১ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, কাউন্সিল মো. ময়েজ উদ্দিন, পৌরসভার হাট-বাজার ইজারাদার মানিক মন্ডল, ঠিকাদার সোয়েব পাপ্পু।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।