January 15, 2025, 1:26 pm

গজারিয়ায় ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে চারজন আহত

১২ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
গজারিয়া প্রতিনিধিঃ আজ মঙ্গলবার সকাল ৯ টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে চারজন আহত হয়
প্রত্যক্ষ সূত্রে জানা যায় আজ সকাল ৯ টায় বড় রায়পাড়া গ্রামের আমানউল্লাহ মেয়েকে ইভটিজিং করার ঘটনাকে কেন্দ্র করে আমানুল্লাহ সহ তার পরিবারের লোকজন ৬/৭ দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে অপর পক্ষের আব্দুল মান্নানে বাড়িতে এসে হামলা চালায় এ সময় আহত হয় শেফালী বেগম(৫৫) মাসুমা আকতার(৪০) মোহাম্মদ সাহাপরান(২৩)
আব্দুল মান্নান(৬০) বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে এ ব্যাপারে গজারিয়া থানায় শাহপরান বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করে
শাহপরান জানায় আমি একজন কনটেকদার আমার লেবার মিস্ত্রী ইভটিজিং এর ঘটনা জড়িত না তারপরও আমার লোকজনের কে দোষারোপ করছে। এ ব্যাপারে আমানউল্লাহ সাথে কথা বললে তিনি জানান আমার মেয়েকে ইভটিজিং করেছে। গজারিয়া থানার এ এস আই বাদল চন্দ্র দাস জানান অভিযোগটি পেয়েছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা