১৫ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলায় স্বাধীনতা মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ্ বোরহান উদ্দিন । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ , নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ্ , উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন , অধ্যক্ষ আব্দুল খালেক, কৃষকলীগের আহব্বায়ক আলমগীর আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি রবিউল করিম মানিক , উপজেলা পশু সম্পদ কর্মকর্তা আনিসুর রহমান ও কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস। সভায় নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু , অর্থসম্পাদক আব্দুল মোত্তালেব সেলিম সহ স্থানিয় সাংবাদিকগন উপস্তিত ছিলেন ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।