১৫ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় বাউশিয়া ইউনিয়ন জাতীয় শোক দিবস উৎযাপন উপলক্ষে হাজার হাজার লোকের কাঙ্গালি ভোজনের আয়োজন কর্মসূচি পালিত হয়েছে। সনি সকাল থেকে বিকাল পযন্ত একাধিক জায়গায় নেতাকর্মীদের উপস্থিতিতে খাবার বিতরণ করা হয়েছে। বাউশিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান জানান জাতীয় শোক দিবস উপলক্ষে বাউশিয়া ইউনিয়নের পাখির মোড়, চরবাউশিয়া, মধ্যবাউশিয়া, পোড়াচকবাউশিয়া সহ ৬ টি জায়গায় কাঙ্গালি ভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাখির মোড় এলাকায় প্রায় ৩ হাজার লোকের খাবার দেয়া হয়েছে।দুপুরে খাবার দেয়ার সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসন, সংসদ সদস্য এডঃ মৃণাল কান্তি দাস, সাবেক উপজেলা চেয়ারম্যান কেফায়েত উল্লাহ খান, ঢাকা মেডিকেল কলেজের রক্ত সঞ্চালন বিভাগের প্রধান , ডাঃ মাজহারুল হক তপন প্রমুখ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।