১৫ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মহসিন ভূইয়া : কুমিল্লার মেঘনা উপজেলায় প্রশাসন, পরিষদ আওয়ামীলীগ অংগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। আজ শনিবার সকাল থেকে যথাযোগ্য মর্যাদায় দিবস টি পালিত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল আলম, উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়, মেঘনা থানা অফিসার ইনচার্জ আবদুল মজিদ, সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। দুপুরে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালনের কথা রয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।