July 28, 2025, 5:05 am

মেঘনায় উদ্ধার হয়নি নদীতে নিখোঁজ হওয়া যুবক

২২ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মহসিন ভূইয়া : কুমিল্লার মেঘনা উপজেলায় নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চার ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে ও উদ্ধার হয়নি মেঘনা নদীতে নিখোঁজ হওয়া যুবক জানালেন চালিভাংগা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ ইমন চৌধুরী। তিনি বলেন নিখোঁজের খবর পেয়ে আমরা নদীতে উদ্ধার অভিযান এর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে আসি কিন্তু চার ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে ও সম্ভব হয়নি। উল্লেখ্য আজ শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার নলচর গ্রামের মুকবুল হোসেনের ছেলে মোঃ শাকিল (২৩) মেঘনা নদীতে ইসলাম পুর গ্রাম সংলগ্ন বালুমহাল এ বালু উত্তলনকারী ড্রেজার মাশাল্লাহ( ৪) এ বাল্কহেড সাপ্লাই এর কাজ করতো বলে স্থানীয়রা জানান। আকশ্মিক একই ড্রেজার এর সাথে তার ব্যবহৃত ট্রলার ধাক্কা লেগে সে নদীতে পরে তলিয়ে যায় পরে স্থানীয় লোকজন উদ্ধার চেষ্টা করে ও নৌ পুলিশ ফাড়িতে খবর দেয় । এদিকে শাকিলের ট্রলার টি তার পরিবারের নিকট দিয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা