May 6, 2024, 2:36 am
সর্বশেষ:
নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন

সার্ক এর উদ্যোগে ভয়েস অব ভিয়েতনাম (ভিওভি) ও (আরআরআই)’র ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

১৮ সেপ্টেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
হালিম সৈকত:

ভিয়েতনামের রাষ্ট্রীয় বেতার সম্প্রচার মাধ্যম ভয়েস অব ভিয়েতনাম (ভিওভি)’র ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। গত ৭ সেপ্টেম্বর সিলেট শাহপরাণ গ্রীণল্যান্ড বাহুবল আবাসিক এলাকায় ভয়েস অব ভিয়েতনাম (ভিওভি)’র ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক পদকপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), বাংলাদেশ। রেডিও এক্টিভিস্ট ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর চেয়ারম্যান দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক এবং ক্লাবের প্রধান উপদেষ্টা ড.মির শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল।প্রধান অতিথির বক্তব্যে ক্লাবের প্রধান উপদেষ্টা ড.মির শাহ আলম বলেন, বাংলাদেশ ভিয়েতনামের জনগণের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। ভিয়েতনাম থেকে বাংলা অনুষ্ঠান সম্প্রচার হলে ভিয়েতনামে অবস্থিত বাংলা ভাষাভাষী মানুষ বাংলা সংস্কৃতি সম্পর্কে আরো ভালো ভাবে জানতে পারবে। তাই আমরা সাউথ এশিয়া রেডিও ক্লাবের মাধ্যমে ভয়েস অব ভিয়েতনাম কতৃপক্ষের কাছে প্রস্তাব রাখছি ভিয়েতনাম থেকে যেন বাংলায় রেডিও অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হয়। আমাদের ক্লাবের শ্রোতারা নিয়মিত ভয়েস অব ভিয়েতনামের অনুষ্ঠান শুনে এবং তারা নিয়মিত চিঠিপত্র ও ডিজিটাল তথা ভার্চুয়ার মাধ্যমে মতামত দিয়ে থাকে। একই ধারাবাহিকতায় সার্ক এর উদ্যোগে গত ১১ সেপ্টেম্বর একই ভেন্যুতে রেডিও রিপাবলিক অব ইন্দোনেশিয়া (আরআরআই)এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় ।এ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে ড. মির শাহ আলম বলেন,এটি সত্যিই গর্বের যে বাংলাদেশ বেতারের শ্রোতারা এমন অনুষ্ঠানের আয়োজন করে বেতারের প্রতি তাদের ভালোবাসার বহি:প্রকাশ করেছে। সামনের দিনগুলোতে তিনি এমন কার্যক্রমের সাথে যুক্ত থাকবেন এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইন্দোনেশিয়া সরকারী প্রচার মাধ্যম হিসেবে ইন্দোনেশিয়া রাষ্ট্রীয় বেতারে বাংলাদেশ বেতারর অনুষ্ঠান সম্প্রচারের আহবান জানান। তাতে দুদেশের মধ্যকার সর্ম্পক আরো জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দীন, সিলেট লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায়, ক্লাব সদস্য মোখলেছুর রহমান, শিশু শ্রোতা সদস্য লাবীব ইকবাল,নার্গিস জাহান ইমা, মাহফুজুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা