২২ সেপ্টেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় ৩০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে চলতি খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় জনপ্রতি- ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে, উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহ্ বোরহান উদ্দিন , উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাশ ও উপজেলা কৃষকলীগের আহব্বায়ক আলমগীর আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।