২২ সেপ্টেম্বর ২০২০, বিন্দুবাংলা. কম,
হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার দুপুরে শেরপুর জেলা সদর হাসপাতাল হল রুমে সিভিল সার্জন ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা.আবুল কাসেম মোহাম্মদ আনওয়ারুল রউফ এর তত্বাবধানে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক ওয়ালীউল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, বি এম এ শেরপুর জেলা শাখার সভাপতি ডা. এম.এ বারেক তোতা, সমাজ সেবক নাসরিন বেগম, শেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল আফিসার ডা. শারমিন রহমান অমিসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
হুইপ আতিউর রহমান আতিক এমপি তার সভাপতির বক্তব্যে, হাসপাতালটিকে একটি আধুনিক ও রোগী বান্ধব হাসপাতাল করার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।