July 9, 2025, 6:23 am
সর্বশেষ:
গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে আন্দোলনের আগুনে গড়া এক ছাত্রনেতা নাজমুল হাসান মেঘনায় নব্য মাদক সম্রাট : শেল্টারে মুখোশধারী নৌকার পক্ষে প্রচারণায় বিএনপি নেতার ভিডিও ভাইরাল : বিব্রত মেঘনা বিএনপি জুলাইয়ে গণতন্ত্রের ডাক, এখন কেন ‘মার্কা’ তান্ত্রিক পদ্ধতির খোঁজ? মেঘনায় মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া পরিচয়ে চাকরি?

পাঁচজন জুয়ারুকে গ্রেপ্তার করলেন রানিশংকৈল থানার এসআই আহসান হাবিব

২৪ সেপ্টেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নে করনাইট কুমারগঞ্জ এলাকায় রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে করনাইট (কুমোরগঞ্জ) ফয়জুল কসাই (ফজুর) মুরগির ফার্ম থেকে ৫ জন জুয়াড়িকে জুয়া খেলারত অবস্থায় গ্রেপ্তার করেন রাণীশংকৈল থানার পুলিশ ।

আটক কৃত ব্যক্তিরা হলেন ভোলাপাড়া গ্রামের মৃত সাদেকুল ইসলামের ছেলে জিয়াউর রহমান ( জিয়া ) (৩৫) করনাইট (ছেলিয়াপাথার ) গ্রামের খোদাবকসের ছেলে রফিকুল ইসলাম (২৯) মৃত মফিজ উদ্দিনের ছেলে তসলিম উদ্দিন (৪৫) হাকিম উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (২৩) উভয় গ্রাম করনাইট ( কুমোরগঞ্জ) করনাইট বাসনাহার গ্রামের মৃত ফরজন আলীর ছেলে শাহজামাল (সাদ) – (৪৯)

আটককৃত অভিযানের সময় উপস্থিত ছিলেন এস আই আহসান হাবীব , এস আই বুলু মিয়া সহ কয়েকজন । এ বিষয়ে আহসান হাবীব বলেন ফইজুল কসাই ( ফজুর ) মুরগির ফার্মের বেড়ার ভিতর তার অজান্তেই ৫ জন জুয়াড়িকে জুয়া খেলারত অবস্থায় আমরা আটক করেছি এবং ৪ জন পলাতক অবস্থায় রয়েছে তাদের কে ধরার প্রক্রিয়া চলছে ।

আটককৃত ব্যক্তিদের নামে রাণীশংকৈল থানায় মামলা দায়ের করা হয়েছে – যার মামলা নং-১৬, , ধারা ১৮৬৭ এর ৪ রুজু করা হইয়াছে ।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা