৮ অক্টোবর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় গৃহকর্মী ধর্ষণ মামলার ৫ আসামীকে গ্রেফতারের বিষয়ে জেলা পুলিশের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম প্রেস ব্রিফিং করেছেন।
প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গাছগড়া গ্রামের দরিদ্র মোঃ হযরত আলীর শিশু কন্যা ভিকটিম (১০) কে পার্শ্ববর্তী কাকরকান্দি ইউনিয়নের ঘাইলারা গ্রামের সৈয়দ আলীর ছেলে হারুন অর রশিদ (৩৫) এর বাড়ীতে গৃহকর্মী হিসেবে কাজে দেয়া হয়। এদিকে গত ১ অক্টোবর রাত ১০ টার দিকে গৃহকর্তা হারুন অর রশিদ তার গৃহকর্মীর ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। একই ভাবে ওই আসামী একাধিক বার ভিকটিমকে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় গৃহকর্তা ।
পরে গৃহকর্তা হারুন অর রশিদ গৃহকর্মী ভিকটিমকে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রণকুঠুরা গ্রামে লুকিয়ে রাখেন। এ ঘটনায় ভিকটিমের বাবা হযরত আলী (৪৮) বাদী হয়ে ৭ অক্টোবর নালিতাবাড়ী থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (১)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৫। পরে এক গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার পুলিশ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রণকুঠুরা গ্রামে অভিযান চালিয়ে ভিকটিম গৃহকর্মীকে উদ্ধার করে।
পরবর্তীতে নালিতাবাড়ী থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার মূল আসামী ধর্ষক হারুন অর রশিদসহ অন্যান্য ৪ আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। এঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা ও অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ফেরদৌস, সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মোখলেছুর রহমান, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল , শেরপুর প্রেসব্লাবের সাধারন সম্পাদক মেরাজ উদ্দিন ও নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।