১৭ অক্টোবর ২০২০, বিন্দুবাংলা টিভি.কম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী পুলিশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার সেননগর বাজারে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। “নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে ” এই শ্লোগানে রিসালাত মুন্সির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুদ্দিন মুন্সী তপন, ৬ নং বিট অফিসার এস আই নাজিমুদ্দিন, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, শামসুল হক প্রধান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান, পরিষদের সদস্য বৃন্দ, এলাকাবাসী।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।