২৪ অক্টোবর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
শেখ মাজহারুল ইসলাম সোহানঃ
উদ্যম শক্তি,দূর্ববার চেতনা এবং অজেয় কে জয় করার প্রবল সংকল্প কে নিজের মধ্যে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই তারুণ্যতা।তাই তো মরণব্যধি ক্যান্সার আক্রান্ত রোগী কে বাচিয়ে তোলার সপ্ন নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলছে একঝাক মেধাবী তরুণ শিক্ষার্থীরা।
তারই ধারাবাহিকতায় গত ১৮-১০-২০২০ তারিখ ইং হতে বাংলাদেশ ইয়থ এসোসিয়েশন ফর ক্যান্সার এওয়ার্নেসের(BYACA) উদ্যেগে ক্যান্সার নিধনে তরুণদের আয়োজনে ভার্চুয়াল ইভেন্ট এর মাধ্যমে ক্যান্সার সচেতনতা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে।
মহামারী করোনাভাইরাস এর পরিস্থিতির কারণে ইন্টারনেট এর মাধ্যমে ভার্চুয়াল সভার আয়োজন করে আয়োজকরা।
বিগত ৫ দিনের ভার্চুয়াল সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসকগণ, বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষকগণ এবং বিশিষ্ট ব্যক্তিত্বগণ।
এ সময় সংগঠনের কর্ণধারদের মধ্যে ভার্চুয়াল ইভেন্টে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অর্পণ চৌধুরী,সহ সভাপতি মোহাম্মদ মঈনুদ্দীন,সংগঠনের সাধারণ সম্পাদক মোরসালিন আহমেদ ফারাবি,সংগঠনের সহ প্রতিষ্ঠা রাহিদ সামি,ইভেন্ট ম্যানেজমেন্ট প্রধান নুরে মেরাজ খান শ্রেষ্ঠ,প্রকাশনা ও যোগাযোগ মাধ্যমের প্রধান সাবরিনা আলম প্রমুখ।
এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অর্পণ চৌধুরী জানান,মরণব্যাধি ক্যান্সার বিষয়ে জনসাধারণের ধারণা না থাকার কারণে প্রত্যেক বছর অনেক মানুষ প্রাণ হারায়।তাই জনসাধারণ কে ক্যান্সার বিষয়ে ধারণা দেয়ার লক্ষ্যে আমাদের এ আয়োজন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।