July 27, 2025, 6:20 am
সর্বশেষ:
মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা

ভূমিহীন,গৃহহীনদের গৃহ নির্মানে বিত্তবান,জনপ্রতিনিধি, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি আহবান

২৮ অক্টোবর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি :” আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার ” এই শ্লোগানে সারাদেশে জনপ্রতিনিধি, বিত্তশালী, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি আহবান জানানো হয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প -২ । ২১ অক্টোবর ২০২০ প্রকল্প পরিচালক মোঃ মাহবুব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয় । এর অংশ হিসেবে মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার সহ উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন একটি করে গৃহ নির্মান করে দিবেন বলে উপজেলা চেয়ারম্যান জানান। এ দিকে ভাইস চেয়ারম্যান মিলন সরকার গৃহ নির্মানে স্বেচ্ছায় অংশ গ্রহণ করার কথা ব্যক্ত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় জনসাধারণের উদ্যেশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠিটি প্রকাশ করেন আগ্রহী যারা আছেন যোগাযোগ করার আহবান জানান। উল্লেখ্য জমি দিবে সরকার শুধু গৃহ নির্মান করবে আগ্রহীরা। আজ বুধবার নির্বাহী কর্মকর্তার কক্ষে মানিকার চর ইউনিয়ন যুবলীগের সভাপতি ধনাঢ্য ব্যক্তি জাকির হোসেন এর অংশ হিসেবে এক লক্ষ তেহাত্তর হাজার টাকা ইউ এন ও’র হাতে প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আ: সালাম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা