July 27, 2025, 6:22 am
সর্বশেষ:
মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা

হোমনায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

৩১ অক্টোবর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার,(হোমনা) কুমিল্লা :
কুমিল্লার হোমনায় ‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ স্লোগানে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।

শনিবার হোমনা থানা ও কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে হোমনা- মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল করিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। পরে থানা কম্পাউন্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

হোমনা থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হোমনা- মেঘনা সার্কেলের সিনিয়র এএসপি মো. ফজলুল করিম,

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন, কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল,

হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাসার মোল্লা, জসিম উদ্দিন সওদাগর, কামরুল ইসলাম, মফিজুল ইসলাম গণি, জালাল উদ্দিন পাঠান ও তাইজুল ইসলাম মোল্লা,

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক মে. মনিরুজ্জামান, হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম ভূঁইয়া, জেলা তাঁতী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. আকবর হোসেন সরকার,

পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, কৃষকলীগ সভাপতি মকবুল হোসেন, তাঁতী লীগ সভাপতি হাসান ভূইয়া, যুবলীগ নেতা খাজা মাইন উদ্দিন প্রমুখ।
কোরআন তেলাওয়াত করেন এসআই সেকান্দর মোল্লা।

এ সময় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলে মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, যৌন নিপীড়ণসহ নানা অপরাধ নিয়ন্ত্রণ সহজ হয়। এছাড়া পুলিশকে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করলে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনেও জোরালো ভূমিকা রাখা যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা