July 26, 2025, 12:35 pm
সর্বশেষ:
মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা

পার্বতীপুরে জাতীয় পার্টিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী

৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
স্বপন চন্দ্র রায়, দিনাজপুর প্রতিনিধি :আগামীতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার উপযোগী করে দলকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এরশাদ মুক্তি আন্দোলনের লড়াকু সৈনিক কাজী আবদুল গফুর।
মঙ্গলবার ২ নভেম্বর দুপুরে দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কাজী আব্দুল গফুরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ তালাল ওয়াসিম মানিক ও শতাধিক নেতাকর্মী।
এ সময় কাজী আবদুল গফুর বলেন আগামী দিনের জাতীয় পার্টি থাকবে জাতীয়তাবাদের মূল শক্তি হিসেবে। তাই জাতীয় পার্টির পতাকা তলে সব জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত হতে হবে। তিনি আরো বলেন জাপার রাজনীতিতে বিশ্বাস করেই বিভিন্ন নেতাকর্মীর যোগদান করেছেন। আগামীতে আরো নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেবেন।
উক্ত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আলহাজ্জ জহুরুল হক সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা শাখা পার্বতীপুর দিনাজপুর। বিশেষ অতিথি আব্দুর রাজ্জাক সভাপতি রেল জাতীয় শ্রমিক পার্টির পার্বতীপুর দিনাজপুর। সভাপতিত্ব করেন কাজী মোস্তাফিজুর রহমান ফিজার সভাপতি জাতীয় যুবসংহতির উপজেলা শাখা পার্বতীপুর দিনাজপুর ও সার্বিক সহযোগিতা করেন এমদাদুল হক সাধারণ সম্পাদক উপজেলা যুব সংহতি। অনুষ্ঠান পরিচালনা করেন জীবন কুমার পাল আহ্বায়ক জাতীয় ছাত্রসমাজ উপজেলা শাখা পার্বতীপুর।
ইঞ্জিনিয়ার মোঃ তালাল ওয়াসিম মানিক এর নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগদান করেন যারা, রিতা, ফাতেমা, লাকি, আরজু, তুহিন, আমিনুর, শরিফুল, জীবন, আরিফ সহ অনেকেই ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা