৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, টাংগাইল সদর প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের খুনীদের
সর্বোচ্চ শাস্তির দাবীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনটি আজ ০৩-১১-২০২০ তারিখ ইং মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় টাংগাইল প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা এবং উপস্থিত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীদের দৃষ্টান্ত শাস্তি কামনা করেন।
এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ আতিকুর বাবু, সাধারন সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লিটন, শম ও জনশক্তি বিষয়ক সম্পাদক সায়েদুল হক জুয়েল,সাংবাদিক রাসেল খান মেনন রাসেল প্রমুখ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।