January 18, 2025, 1:45 am
সর্বশেষ:

পার্বতীপুর -ফুলবাড়ী সড়কে ট্রাক শ্রমিকের লাশ উদ্ধার

৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
স্বপন চন্দ্র রায়, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরের ভবানীপুর তেলিপাড়া এলাকায় পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মোজাম্মেল হোসেন(৫০) নামের এক ট্রাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি নওগাঁ জেলার সদর উপজেলার নুতন শাহাপুর গ্রামের হায়দার আলীর পুত্র বলে পুলিশ জানিয়েছে।
ভবানীপুর পুলিশ তদন্ত্ম কেন্দ্রের ইন্‌চার্জ ইন্সপেক্টর আবু সাঈদ জানান, আজ মঙ্গলবার ভোরে সংবাদ পেয়ে পুলিশ নিহত মোজাম্মেলকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ট্রাক শ্রমিকের পরিচয় পাওয়ার পর তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়। স্বজনরা এসে লাশ সনাক্ত করেন। লাশের মাথার পেছনে থেতলানো ও রক্তাক্ত অবস্থা দেখতে পাওয়া যায়। তবে ট্রাক থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন। আবু সাঈদ জানান, নিহত মোজাম্মেল কোন্ পরিবহনের শ্রমিক ছিলেন ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরই অনুসন্ধান চালানো হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা