৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি :
বিকল্প আয়ের কর্ম সহায়তায় মেঘনা উপজেলার নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার মেঘনা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে ২০২০-২১অর্থবছরের (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিভাগীয় মৎস্য কর্মকর্তা (উপপরিচালক) এস এম মহিব উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, বৃহত্তর কুমিল্লা মৎস্য উন্নয়ন প্রকল্প পরিচালক মোঃ আব্দুস সাত্তার ও জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন প্রমুখ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।