৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার :কুমিল্লার ( হোমনা – মেঘনা সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফজলুল করিম পুলিশ সদস্যদের সাথে অপরাধ নিয়ন্ত্রণ সভা সহ হোমনা ও মেঘনা থানার অফিসারদের কর্মদক্ষতায় ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন। আজ বৃহস্পতিবার হোমনা থানা সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হোমনা থানা অফিসার ইনচার্জ আবুল কায়েস আখন্দ, মেঘনা থানা অফিসার ইনচার্জ আবদুল মজিদ সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা বৃন্দ। এ সময়
সমসাময়িক ঘটনা ও আইন শৃংখলা পরিস্হিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে হোমনা-মেঘনা থানার অফিসারদের মাঝে দিক নির্দেশনা প্রদান করেন ফজলুল করিম। সেইসাথে কর্মদক্ষতায় ভালো ভুমিকা পালন করায় হোমনা থানার এস আই মোঃ শামীম সরকার, এএসআই মোঃ মোরশেদুল ইসলাম এবং মেঘনা থানার এসআই মোঃ আব্দুস সাত্তার, এএসআই মোঃ সাজ্জাদ হোসেন ও করোনাকালীন সক্রিয় দায়িত্বপালনের জন্য হোমনা থানার এএসআই পলাশ চন্দ্র বর্মনকে ক্রেস্ট প্রদান করা হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।