December 22, 2024, 3:01 pm
সর্বশেষ:
কুমিল্লা মেঘনার বৈদ্ধনাথপুরে ঢাকা বনাম চট্রগ্রাম বিভাগ কুস্তি খেলা ৯ জানুয়ারি মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ!

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমার সীমান্তরক্ষা বাহিনীর (বিজিপি) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাতে টেকনাফস্থ বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনীর (বিজিবি)-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ‌্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক বলেন, ‘শনিবার (৭ নভেম্বর) রাতে নাফ নদীতে মাছ শিকারে গিয়ে মোহাম্মদ ইসলাম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। কিন্তু নাফ নদীতে মাছ ধরা নিষেধ। এর ওপর তিনি মিয়ানমারের সীমান্তে চলে যেতে পারেন। মনে হয়, এ কারণে বিজিপি গুলি করেছে।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘কী কারণে ওই ব্যক্তি নাফ নদীতে গিয়েছেন, তা জানা যায়নি। তবে, বিজিপি ওই বাংলাদেশিকে গুলি করায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদলিপি পাঠানো হচ্ছে। ভবিষ্যতে যেন এ ধরনের গুলিতে কোনো বাংলাদেশি নাগরিক মারা না যায়, এটা প্রতিকার চেয়ে চিঠি দিচ্ছি।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘শনিবার রাতে স্থানীয়রা একজন গুলিবিদ্ধ ব্যক্তিকে নিয়ে আসেন। তার পেটের ডান পাশে গুলির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

এদিকে, কক্সবাজার সদর হাসপাতালের আরএমও (প্রশাসন) ডা. নওশাদ রিয়াদ বলেন, ‘টেকনাফ থেকে আনা গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। ’

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে একজন আহত হওয়ার খবর শুনেছি। তিনি মারা গেছেন কি না, তা জানি না।’

টেকনাফ পৌরসভার কাউন্সিলর শাহ আলম বলেন, ‘নাফ নদীতে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মোহাম্মদ ইসলামের জানাজা আজ এশার নামাজের আগে অনুষ্ঠিত হয়।’ স্থানীয় কবরস্থানে তার দাফন করা হয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা