আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টের পাঁচ দলের নাম ঘোষনা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দেশের বড় পাঁচটি প্রতিষ্ঠান পাঁচটি দলের স্পন্সর হয়েছে। যারা পাঁচটি বিভাগকে প্রতিনিধত্ব করবে। দলগুলো হলো- ফরচুন বরিশাল, বেক্সিকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। এক সংবাদ বিজ্ঞপ্তি এ খবর নিশ্চিত করেছে বিসিবি।
আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। যা ১১ নভেম্বর হবার কথা ছিলো।
এই টুর্নামেন্টের জন্য সাকিবসহ ১১৩জন ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা হবে আগামী ৯ ও ১০ নভেম্বর। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে বাধ্যতামূলক ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা দিতে হবে।
চারটি ক্যাটাগরিতে ১৬০জন খেলোয়াড় ড্রাফটের তালিকায় রয়েছে। ক্যাটাগরিগুলো হলো- এ, বি, সি ও ডি। এমনটাই নিশ্চিত করেছেন বিসিবি চেয়ারম্যান অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আকরাম জানান, আগামী ২১ বা ২২ নভেম্বর টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা করছে বিসিবি।
তিনি বলেন, ‘খুব সম্ভবত আমরা ১২ নভেম্বর প্লেয়ার্স-ড্রাফট আয়োজন করবো। এজন্য ১৬০ খেলোয়াড়ের তালিকা করেছি। খেলোয়াড়রা ৯ ও ১০ নভেম্বর ফিটনেস পরীক্ষা দিবে।’
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।