• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতাদের বৈঠক স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত ইউএনও ফেরদৌস আরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান গণতন্ত্র ও দেশপ্রেমে আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া: ড.মোশাররফ  বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৪৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমার সীমান্তরক্ষা বাহিনীর (বিজিপি) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাতে টেকনাফস্থ বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনীর (বিজিবি)-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ‌্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক বলেন, ‘শনিবার (৭ নভেম্বর) রাতে নাফ নদীতে মাছ শিকারে গিয়ে মোহাম্মদ ইসলাম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। কিন্তু নাফ নদীতে মাছ ধরা নিষেধ। এর ওপর তিনি মিয়ানমারের সীমান্তে চলে যেতে পারেন। মনে হয়, এ কারণে বিজিপি গুলি করেছে।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘কী কারণে ওই ব্যক্তি নাফ নদীতে গিয়েছেন, তা জানা যায়নি। তবে, বিজিপি ওই বাংলাদেশিকে গুলি করায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদলিপি পাঠানো হচ্ছে। ভবিষ্যতে যেন এ ধরনের গুলিতে কোনো বাংলাদেশি নাগরিক মারা না যায়, এটা প্রতিকার চেয়ে চিঠি দিচ্ছি।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘শনিবার রাতে স্থানীয়রা একজন গুলিবিদ্ধ ব্যক্তিকে নিয়ে আসেন। তার পেটের ডান পাশে গুলির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

এদিকে, কক্সবাজার সদর হাসপাতালের আরএমও (প্রশাসন) ডা. নওশাদ রিয়াদ বলেন, ‘টেকনাফ থেকে আনা গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। ’

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে একজন আহত হওয়ার খবর শুনেছি। তিনি মারা গেছেন কি না, তা জানি না।’

টেকনাফ পৌরসভার কাউন্সিলর শাহ আলম বলেন, ‘নাফ নদীতে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মোহাম্মদ ইসলামের জানাজা আজ এশার নামাজের আগে অনুষ্ঠিত হয়।’ স্থানীয় কবরস্থানে তার দাফন করা হয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন