January 18, 2025, 2:03 am
সর্বশেষ:

চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দগ্ধ ৯

চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে একই পরিবারের ৭ জন সহ ৯ জন দগ্ধ হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাতে নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলিতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মিজানুর রহমান (৪২), সাইফুল ইসলাম (২৫), বিবি সুলতানা (৩৬), মানহা (২), মাহের (৮), পেয়ারা বেগম (৬৫), রিয়াজ (২২), জাহান (২১), সুমাইয়া (১৮)।

এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসকরা।

চমেক হাসপাতাল বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, ৯ জনকে দগ্ধ অবস্থায় চমেক হাসপাতালে আনা হয়। সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা