৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলার চরপাথালিয়া শাহী ঈদগাঁহ মামলার রায় বিজয়ী হওয়ায় মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার ঈদগাঁ মাঠে এ সভা হয়। ঈদগাঁ কমিটির সভাপতি মো : আব্দুল বাতেন প্রধান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো : সাইফুল্লাহ মিয়া রতন শিকদার,। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মো :তাজুল ইসলাম তাজ ও হারুন রশিদ, মেঘনা উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল-আল-বাকী শামিম বিশিষ্ট ব্যবসায়ী মো : মাহবুবুর রহমান মঞ্জু শিকদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে রতন শিকদার বলেন, পরবর্তীতে ঈদগাঁহ নিয়ে কেও কোন ষড়যন্ত্র করলে তাকে ছাড় দেওয়া হবে না।
এবং ঈদগাঁহ এর সকল উন্নয়ন কাজে তিনি সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।