০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট
মৌলভীবাজারে বাস খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছেন। তাদের মৌলভীবাজার হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে মৌলভীবাজার- শ্রীমঙ্গল সড়কের নিতেশ্বর এলাকার নিল আকাশ বার্গার হাউজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ওই বাসের যাত্রী অলি আহমদ বলেন, ‘আমরা শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠি। বাস খুব গতিতে চলছিল। ওই এলাকায় রাস্তার সংস্কার কাজ চলছে। বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি হলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।’
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক রাইজিংবিডিকে জানান, বাসটি (ঢাকা মেট্রো-ব ১১-৩১৬৫) শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারে আসছিল। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক আছে। বাসটি খাদ থেকে তোলা হচ্ছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।