January 18, 2025, 1:55 am
সর্বশেষ:

গজারিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা সভা বর্জন করলেন ইউপি চেয়ারম্যান

১০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,এম ডি ওসমান  : গজারিয়ায় আইন-শৃংখলার কমিটির মিটিং বর্জন করেছেন  এক ইউপি চেয়ারম্যান। সোোমবা র  দশটায় উপজেলা অডিটোরিয়াম রুমে উপজেলা আইন শৃংখলা কমিটির সভার প্রথা/রেওয়াজ বিঘ্নতার প্রতিবাদে সভা বর্জন করেছেন হোসেন্দী ইউঃচেয়ারম্যান মনিরুল হক মিঠু। তিনি পদাধিকার বলে হোসেন্দী ইউনিয়নের আইন শৃংখলা কমিটির সভাপতি ও উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য। তিনি বলেন,উপজেলা আইন শৃংখলা সভায় জন প্রতিনিধি’রা ডান পাশে ও সরকারী কর্মকর্তা’রা বাম পাশে বসার রেওয়াজ দীর্ঘ দিনের কিন্তু ইদানীং সেই রেওয়াজ ভেঙ্গে সরকারী কর্মকর্তারা উভয় পাশে বসে সেই রেওয়াজ ভঙ্গ করছেন তাঁরই প্রতিবাদ স্বরুপ আজকের সভা আমি বর্জন করেছি। এসময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা স্বাস্থ্যয বিষয়ক সম্পাদক আলাউদ্দিন প্রধান বালুয়াকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হাবিব মেম্বার বাউশিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা সরয়ার বিপ্লব প্রমুখ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা