• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতাদের বৈঠক স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত ইউএনও ফেরদৌস আরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান গণতন্ত্র ও দেশপ্রেমে আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া: ড.মোশাররফ  বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর

সাভারে হেলে পড়েছে ছয়তলা ভবন

নিজস্ব সংবাদ দাতা / ১০৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

১০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সাভার পৌর এলাকার বনপুকুর মহল্লার ওয়াপদা রোডে একটি ছয়তলা ভবন আরেকটি ভবনের ওপর হেলে পড়েছে। ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাভার পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন ওই ভবন পরিদর্শন করেছে। নিরাপত্তার স্বার্থে ভবনটির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মজিদা আক্তার শিরিনের মালিকানাধীন ‘প্রিয়াঙ্কা ম্যানশন’ নামের ভবনটি হেলে পড়ে।

খবর পেয়ে সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি, স্থানীয় কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা, পৌরসভার প্রধান প্রকৌশলী শরিফুল ইমাম, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলম মিয়া, সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এর বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ভবনটির অনুমোদনের কাগজপত্র দেখাতে পারেনি মালিকপক্ষ।

সাভার পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আলম মিয়া বলেন, ‘ছয়তলা ভবনের পশ্চিম পাশের কলাম বসে গেছে। ভিমে ফাটল ধরেছে। রাস্তার পাশে ফাটল ক্রমাগত বাড়ায় ফ্লোর বিভিন্ন জায়গায় বসে গেছে। আপাতত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভবনটির নিচতলার চেয়ে দুই তলা কিছুটা বাড়ানো হয়েছে। একইভাবে চতুর্থ তলাও বাড়ানো হয়েছে। এজন্য ভবনটি হেলে পড়েছে কি না, তা সঠিকভাবে বলা যাচ্ছে না। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। ভবনটি ব্যবহারযোগ্য কি না, তা তারা দেখবেন।’

এদিকে, হেলে পড়া ভবনের মালিকের ছেলে শামীম হোসেন বলেছেন, ‘আমাদের ভবনের পূর্ব পাশে নুর ইসলাম নামের এক ব্যক্তি নয়তলা ভবন নির্মাণ করেছেন। ওই ভবনটির চাপে আমাদের ভবনটি হেলে পড়েছে বলে ধারণা করছি।’

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, ‘স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ঘটনাস্থলে আছি। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন