May 6, 2024, 1:36 pm
সর্বশেষ:
নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন

প্রয়োজনে পাপুলকে কুয়েত থেকে ফেরত আনা হবে

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মামলা সংক্রান্ত প্রয়োজনে আন্তর্জাতিক আইন মেনে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলকে দেশে ফেরত আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মোজাম্মেল হক খান।

বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটায় দুদক কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে একথা বলেন তিনি।

তিনি বলেন, যদি এই মামলায় প্রয়োজন হয়, তাহলে তাকে কুয়েত থেকে দেশে আনা হবে। যেহেতু তিনি বিদেশের কারাগারে, তাই আন্তর্জাতিক আইন মেনে ফেরতের প্রক্রিয়া চালানো হবে।

দুদক কমিশনার বলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল, তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি কাজী সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানের বিরুদ্ধে ১৪৮ কোটি টাকা লেনদেনে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তার শ্যালিকার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও মানি লন্ডারিং- এই দুই অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আর বাকিদের অবৈধ সম্পদ আছে কিনা, তা জানতে নোটিশ জারি করা হয়েছে। সেটা যদি প্রমাণিত হয়, তাহলে মামলা দায়ের করা হয়।

তাদের আটক করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, তদন্ত কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন তাহলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আটক করা হবে। এমপি পাপুলের বিদেশের সম্পদের ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই বলেও জানান।

এমপি রতনসহ অন্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে মোজাম্মেল হক খান বলেন, আমাদের কোনো কাজ থেমে নেই। মানুষের প্রত্যাশা অনুযায়ী আইনের আওতায় আনতে আমরা কাজ করছি। আমরা দলমতের ঊর্ধ্বে কাজ করছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা