১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ট্রাকচাপায় ইব্রাহিম খলিল (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা সদরের কাজীবাড়ি মসজিদের কাছের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ইব্রাহিম খলিল গোপালপুরের ঝাওয়াইল সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান সোহাগ জানিয়েছেন, ইব্রাহিম খলিল স্কুলের কাজে মোটরসাইকেলে করে উপজেলা শিক্ষা অফিসের দিকে যাচ্ছিলেন। কাজীবাড়ি মসজিদের কাছে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ঢাকার নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।