১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা এলাকায় একটি বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর পাশাপাশি বর-কনের অভিভাবককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান।
এর আগে দুপুরে মো. মতিউর রহমান খানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত জলসুখা এলাকায় অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন। বাল্যবিয়ের আয়োজন করায় অপ্রাপ্তবয়স্ক কনের নানা আব্দুল মুহিত ও বরের বাবা শহীদুল ইসলামকে ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’ অনুসারে ৭ হাজার টাকা অর্থদণ্ড দেন। ভবিষ্যতে বাল্যবিবাহে জড়িত থাকবেন না মর্মে মুচলেকা দেন দণ্ডিতরা। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিল আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল।
বাল্যবিবাহ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও মো. মতিউর রহমান খান।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।