১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে প্রথম ডাকার সুযোগ পেয়ে বেক্সিমকো ঢাকা ডেকেছে মুশফিকুর রহিমকে। জেমকন খুলনা ডেকেছে সাকিব আল হাসানকে। এরপর ফরচুন বরিশাল ডেকেছে তামিম ইকবালকে। চার ও পাঁচে খেলোয়াড় ডাক দেওয়ার সুযোগ পেয়ে গাজী গ্রুপ চট্টগ্রাম ও মিনিস্টার গ্রুপ রাজশাহী নেয় মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিনকে।
প্রথম রাউন্ডে মাহমুদউল্লাহকে নেয়নি কোনও দল। দ্বিতীয় রাউন্ডে এ গ্রেডের ক্রিকেটারকে দলে ভেড়ায় খুলনা।
নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা সাকিব আল হাসানের প্রতি বাড়তি আগ্রহ ছিল। কিন্তু লটারিতে প্রথম ডাকের সুযোগ পেয়েও বাঁহাতি অলরাউন্ডারকে নেয়নি বেক্সিমকো ঢাকা। তাদের পছন্দ ছিল মুশফিকুর রহিম। দ্বিতীয় ডাকে জেমকন খুলনা দলে নেয় সাকিবকে। পরবর্তীতে তারা মাহমুদউল্লাহ রিয়াদকেও দলে নেয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।