September 17, 2025, 1:03 pm
সর্বশেষ:
মেঘনায় মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মুরাদনগরে ১৯৫০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার ক্রীড়া, স্বাস্থ্য ও কৃষি গবেষণায় অনিয়ম: তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান অবশেষে দুদক চিনেছে মেঘনা উপজেলা: জনমনে স্বস্তি, অভিযান অব্যাহত রাখার আহ্বান মেঘনা সাবরেজিস্ট্রি অফিসে দুদকের ছদ্মবেশী অভিযান:অনিয়মের সত্যতা মিলেছে মেঘনায় কৃষি জমি রক্ষায় প্রশাসনের ভূমিকা জোরালো করতে হবে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল আজ সুসংগঠিত ও গতিশীল একটি কাঠামো রুপে নবাবগঞ্জে সেতু নির্মাণে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক মেঘনায় কুমিল্লা-১ আসনে পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশে আনন্দ উদযাপন

শিশু নিপীড়নের দায়ে যাবজ্জীবন

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকার নবাবগঞ্জে ৪ বছরের এক শিশুকে নিপীড়নের দায়ে সুনীল বৈরাগী (৪৪) নামে এক ব‌্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক তাবাসসুম ইসলাম এ রায় ঘোষণা করেন। এছাড়া, আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাভোগ করতে হবে। রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

২০১৮ সালের ১ ডিসেম্বর সুনীল বৈরাগীকে আসামি করে নবাবগঞ্জ থানায় মামলা করেন ওই শিশুর মা।

মামলা সূত্রে জানা গেছে, সুনীল বৈরাগী শিশুটিকে নাতনি বলে ডাকতেন। তিনি বিভিন্ন সময় তাকে বাসায় ডেকে নিয়ে নানা খাবার দিতেন। ২০১৮ সালের ৩০ নভেম্বর সন্ধ্যায় বাসায় কেউ না থাকায় তিনি শিশুটিকে ডেকে নেন। এরপর শিশুটিকে নির্যাতন করেন।

মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ১৬ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার এসআই কামরুল হাসান। ওই বছরের ১৮ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত ১৩ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

আদালতে বাদীপক্ষে অ্যাডভোকেট মাহমিদা আক্তার রিংকি ও আসামিপক্ষে অ্যাডভোকেট আমান উল্ল্যাহ সোহাগ ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা