September 17, 2025, 5:03 pm
সর্বশেষ:
তিনটি দপ্তরে দুদকের অভিযান মেঘনায় মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মুরাদনগরে ১৯৫০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার ক্রীড়া, স্বাস্থ্য ও কৃষি গবেষণায় অনিয়ম: তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান অবশেষে দুদক চিনেছে মেঘনা উপজেলা: জনমনে স্বস্তি, অভিযান অব্যাহত রাখার আহ্বান মেঘনা সাবরেজিস্ট্রি অফিসে দুদকের ছদ্মবেশী অভিযান:অনিয়মের সত্যতা মিলেছে মেঘনায় কৃষি জমি রক্ষায় প্রশাসনের ভূমিকা জোরালো করতে হবে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল আজ সুসংগঠিত ও গতিশীল একটি কাঠামো রুপে নবাবগঞ্জে সেতু নির্মাণে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

চট্টগ্রামে ২৩০০০ ইয়াবা, নগদ টাকাসহ গ্রেপ্তার ৪

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম মহানগরীর নিউ চান্দগাঁও আবাসিক এলাকার ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির পৌনে ৯ লাখ টাকার বেশি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বাকলিয়া থানা পুলিশের একটি দল নিউ চান্দগাঁও আবাসিক এলাকার ৪নং সড়কের ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মো. নেজাম উদ্দীন পুলিশ জানান, ঢাকায় ইয়াবা বিক্রি করে চট্টগ্রাম হয়ে টেকনাফ যাওয়ার পথে বাকলিয়া থানা এলাকা প্রথমে এক ইয়াবা চোরাচালানিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবাসিক এলাকার ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। ওই ফ্ল্যাট থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তখন সেখান থেকে ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৮ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাসুদ ফোরকান, ফোরকানের স্ত্রী শামীম আরা সুমি, মোবারক হোসেন ও মো. রাসেল বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা