January 18, 2025, 11:05 pm
সর্বশেষ:

গজারিয়ায় সাবেক সাংসদ মরহুম মততাজ বেগম এর রুহের মাগফেরাত কামনায় দোয়ার মাহফিল।

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গজারিয়ার হোগলাকান্দি ও ইসমানি চরে সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য মরহুম মমতাজ বেগম এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ বাদ জুমা মরহুমার জামাতা প্রকৌশলী মামুনুর রশিদ এর উদ্যোগে হোগলাকান্দি ৫টি ও ইসমানিচর ৫টি মসজিদে দোয়ার মাহফিল এর আয়োজন করেন,মোনাজাত শেষ উপস্থিত মুসল্লীদের তাবারক বিতরণ, এছাড়াও জামিয়া মোহাম্মাদী(হোগলাকান্দী মাদ্রাসা), ইসমানিচর হাফিজিয়া মাদ্রাসা,ইসমানিচর মহিলা মাদ্রাসার দোয়া মাহফিল শেষে ছাত্র/ছাত্রীদের মাঝে খাবার বিতরণ করা হয়।এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও মরহুমার ছেলে মইনুল হাসান তপন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা