September 17, 2025, 7:17 pm
সর্বশেষ:
মুহূর্তের কবিতা : শাহীন রেজা কুয়েতে প্রবাসী ইলিয়াস মিয়ার মর্মান্তিক মৃত্যু: রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপত্তা কোথায়? হোমনায় হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার তিনটি দপ্তরে দুদকের অভিযান মেঘনায় মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মুরাদনগরে ১৯৫০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার ক্রীড়া, স্বাস্থ্য ও কৃষি গবেষণায় অনিয়ম: তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান অবশেষে দুদক চিনেছে মেঘনা উপজেলা: জনমনে স্বস্তি, অভিযান অব্যাহত রাখার আহ্বান মেঘনা সাবরেজিস্ট্রি অফিসে দুদকের ছদ্মবেশী অভিযান:অনিয়মের সত্যতা মিলেছে

পদ্মায় প্রচুর পাঙ্গাশ মাছ ধরা পড়ছে

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল এলাকা সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে প্রচুর পরিমাণে পাঙ্গাশ মাছ ধরা পড়ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দিনগত রাতে পদ্মা নদীতে বহু পাঙ্গাশ মাছ ধরা পড়ায় সকালে হাসাইলের স্থানীয় মাছের আড়তে জেলেরা তা বিক্রির জন্য নিয়ে আসেন। সেগুলো আকারে অনেক বড়।

বাজারের আড়তদার সোহেল হালদাল জানান, সকালে আড়তে দুই শতাধিক পাঙ্গাশ মাছ জেলেরা বিক্রির জন্য নিয়ে আসেন। এর কোনো কোনোটির ওজন ১০ কেজিরও বেশি।

স্থানীয় জেলে আলী আহমেদ বলেন, ‘রাতে পদ্মায় তিনবার জাল ফেলে অনেকগুলো পাঙ্গাশ মাছ পাই। সকালে সেগুলো আড়তে নিয়ে আসি। এসে দেখি, অন্য জেলেরাও একইভাবে অনেকগুলো করে পাঙ্গাশ মাছ আড়তে নিয়ে এসেছেন। সবগুলো মাছ আকারে বড়। কোনো কোনো পাঙ্গাশ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।’

পদ্মাপাড়ের জেলে জয়নাল দেওয়ান, সালাম মাদবর, ইব্রাহিম, ইসলাম শেখ জানান, কেউ কেউ গত এক সপ্তাহের কোনো কোনো দিন ৩০-৪০টি পর্যন্ত পাঙ্গাশ মাছ ধরেছেন।

টঙ্গীবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, প্রতিবছরই ইলিশের প্রজনন মৌসুমের পরে পদ্মায় পাঙ্গাশ মাছের উপস্থিতি দেখা যায়। তখন প্রচুর পরিমাণে পাঙ্গাশ মাছ নদীতে থাকে। জেলেরা সঠিক সময় জাল ফেলতে সক্ষম হয়েছেন, তাই বেশি সংখ্যায় ধরাও পড়ছে।

আড়তদার সোহেল হালদাল বলেন, ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময়ে প্রশাসনের কড়াকড়ির কারণে জেলেরা নদীতে নামতে পারেনি। এখন নদীতে পাঙ্গাশ মাছ ধরা পড়ায় জেলেরা কিছুটা ক্ষতি পুষিয়ে নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা